ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আশা করছি তামিম খেলবে: হাবিবুল বাশার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখনো শুরু হয়নি। এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন টাইগার ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি রয়েছে দলীয় অধিনায়কেরও। তাই প্রথম ম্যাচে তামিম খেলবেন কিনা সেটা এখনো অনিশ্চিত।


সিরিজ শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শান্ত একাদশ এবং তামিম একাদশের মধ্যকার ম্যাচে হেরেছে টাইগার অধিনায়কের দল। তবে তামিমের নামে দল থাকলেও ইনজিুর থাকায় এদিন ব্যাট করেননি তিনি।


তবে আশার বাণীই শোনা গেছে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার কণ্ঠে, তিনি জানান, ‘তামিম এখন ভালো আছে। আজ(বৃহস্পতিবার) নেটে অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছে। সমস্যা হয়নি। আশা করি সে(তামিম) ২০ মার্চ খেলবে।’


তামিম সম্পর্কে টিম লিডার জালাল ইউনুস বলেন, ‘সত্যি বলতে তামিমের একটু হ্যামস্ট্রিংয়ে সমস্যা আছে। সে কারণেই একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে পারেনি। তবে আশার কথা হলো তা বাড়েনি। বরং সময়ের প্রবাহতায় সে হ্যামস্ট্রিং ইনজুরি কমেছে। আজ তামিম নেটে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছে। তেমন কোন সমস্যাবোধ করেনি।’

ads

Our Facebook Page